পাকিস্তানকে নিয়ে শোয়েবের হতাশা

স্পোর্টস ডেস্ক ম | রবিবার , ১৩ অক্টোবর, ২০২৪ at ৯:২৭ পূর্বাহ্ণ

পাকিস্তান তাদের টেস্ট ক্রিকেট ইতিহাসে বাজে সময় পার করছে। এমনকি ঘরের মাটিতেও জয়ের স্বাদ পাচ্ছে না। সমপ্রতি বাংলাদেশের কাছে সিরিজ হেরেছে ২০ ব্যবধানে। এরপর মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৫৫৬ রান করেও ইনিংস ব্যবধানে হারতে হয়েছে তাদের। যা টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ঘটল। এমন নাজুক পারফরম্যান্স একরাশ হতাশা এনে দিয়েছে দলটির সাবেক পেসার শোয়েব আখতারের মনে। তাই টিভি চ্যানেলে বসে করলেন তীব্র সমালোচনা। পিটিভি স্পোর্টসে তিনি বলেন, ‘যেমন কর্ম, তেমন ফল। এক দশক ধরে আমি এই অধঃপতন দেখছি। পরিস্থিতি হতাশাজনক। হেরে যাওয়াটা ঠিক আছে, কিন্তু খেলায় প্রতিদ্বন্দ্বিতা থাকা উচিত। তবে গত দুদিনে আমরা যা দেখেছি, তারা পুরোপুরি আশা ছেড়ে দিয়েছে। এটা দেখিয়ে দেয় আমরা যথেষ্ট ভালো নই। ইংল্যান্ড ৮০০ করে এবং বাংলাদেশও হারায়। সমর্থকরা বলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার করা উচিত।

আমি কিছু মন্তব্য দেখেছি, আইসিসি ভাবছে, পাকিস্তানে দল পাঠিয়ে তাদের টেস্ট স্ট্যাটাস বাঁচিয়ে রাখা উচিত হবে কি না। এটা সত্যিই হতাশাজনক। পাকিস্তান ক্রিকেট, ভক্ত ও আগামীর প্রতিভাবানরা ক্ষতির মুখে পড়বে এতে। এমন বিশৃঙ্খলার সমাধান করতে আমি পিসিবিকে অনুরোধ করছি।’

পূর্ববর্তী নিবন্ধনগরী ও জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে উপদেষ্টা ফারুক ই আজম
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ড সিরিজে ভারতীয় দলে ফেরা হলো না শামির