টানা ছুটিতে নগরের বিনোদন কেন্দ্রগুলো উৎসবমুখর হয়ে উঠেছে। দীর্ঘদিন পর যেন প্রাণ ফিরে পেয়েছে কেন্দ্রগুলো। নগরবাসী পরিবার–পরিজন নিয়ে কাটাচ্ছেন অবসর সময়। অন্য সময়ের চেয়ে কয়েক গুণ বেশি পর্যটক আসায় খুশি কর্তৃপক্ষ। হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখেও।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী আজ রোববার পূজার ছুটি। এছাড়া গত দুদিন ছিল সাপ্তাহিক ছুটি। এ তালিকায় বৃহস্পতিবার যুক্ত হওয়ায় দুর্গাপূজায় মোট চার দিন ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। ছুটি পেয়ে চট্টগ্রামের ভ্রমণ পিপাসু মানুষেরা ঘরে আটকা থাকেননি। একদিকে দুর্গাপূজা চলছে, অপরদিকে ছুটি পেয়ে পরিবার নিয়ে আনন্দে মেতে উঠেছেন চাকরিজীবীরা। কেউবা আবার চলে গেছেন কক্সবাজারে।
চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত, আনোয়ারায় পারকি সমুদ্র সৈকত, ফয়’স লেক সি ওয়ার্ল্ড, চিড়িয়াখানা, চট্টগ্রাম শিশুপার্ক, ভাটিয়ারী ক্যাফে–২৪ ও চট্টগ্রাম নেভালসহ বিভিন্ন স্থানে লোকজন ছুটেছেন এই ছুটির ফাঁকে। নগরের বিনোদনপ্রেমীদের আগ্রহের শীর্ষে রয়েছে ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক ও পতেঙ্গা সৈকত। এই দুই স্পটে ছিল মানুষের ভিড়। বিকালের মিষ্টি রোদে পরিবার নিয়ে সমুদ্র দেখতে ছুটে যান অনেকে। এছাড়া ফয়’স লেকের শেষ প্রান্তে পানির রাজ্যে বিচরণের রোমাঞ্চকর স্থান সি ওয়ার্ল্ড গতকাল বিকালে হাজারো মানুষের পদচারণায় মুখর ছিল। অন্যদিনের চেয়ে কয়েক গুণ বেশি পর্যটকে সি ওয়ার্ল্ড উৎসবমুখর ছিল বলে জানায় কর্তৃপক্ষ।
ফয়’স লেক এলাকায় অবস্থিত চট্টগ্রাম চিড়িয়াখানায়ও গতকাল শনিবার বিকালে মানুষের ভিড় নামে। এদিন ৫ হাজারের মতো দর্শনার্থী চিড়িয়াখানায় প্রবেশ করেছেন বলে জানা গেছে। এছাড়া চট্টগ্রামের নেভালে ও ভাটিয়ারি ক্যাফে–২৪ এ লোক সমাগম হয় অনেক বেশি। দূর–দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। নগরের জাম্বুরী পার্কেও পর্যটকের ভিড় লক্ষ্য করা গেছে।
আব্দুল্লাহ আল ফারুক নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সেকশন অফিসার ছুটিতে পরিবার নিয়ে বেড়াতে যান নেভালে। তিনি জানান, পরিবার নিয়ে তেমন একটা বের হওয়া হয় না। এবার ছুটি পেয়ে ঘুরতে বের হলাম।
সালাউদ্দিন নামে এক চাকরিজীবী জানান, আমাদের গার্মেন্টসে শুক্রবারও অফিস করতে হয় মাঝে মাঝে। বের হওয়ার তেমন সুযোগ হয় না। এই ছুটির সুযোগে পরিবার নিয়ে বের হলাম।
পর্যটক বাড়ায় হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে। ব্যবসায়ীরা জানান, ঈদুল আজহার পর আন্দোলন–সংগ্রামে সময় পার হয়েছে। এরপর সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতি। সব মিলিয়ে আমাদের অবস্থা ভালো ছিল না। এখন পর্যটক বাড়ায় বেচাবিক্রি বেড়েছে। ধীরে ধীরে মন্দাভাব কাটছে।
ফয়’স লেক কনকর্ড পার্কের সহকারী ম্যানেজার ইসরাত আবেদ আজাদীকে বলেন, আজকে (শনিবার) আমাদের এখানে যথেষ্ট উৎসবমুখর ছিল। ছুটির আমেজটা পুরোপুরি ছিল বলা যায়। সরকারি ছুটির দিনগুলোতে যেভাবে ভিড় থাকে তার চেয়ে বেশি সমাগম লক্ষ্য করা গেছে। তিনি বলেন, আমাদের এখানে সাধারণত এক থেকে দেড় হাজার পর্যটক আসে। আজ তার দ্বিগুণের বেশি পর্যটক এসেছে। চট্টগ্রামের বাইরে থেকেও মানুষ এসেছে সময় কাটানোর জন্য।