দীর্ঘ ১৮ বছর পর চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বেগম খালেদা জিয়ার নামফলক লাগানো হয়েছে। চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সদস্য ব্যবসায়ীদের উদ্যোগে খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপনের একটি অস্থায়ী নামফলক গতকাল বসানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ ১৮ বছর আগে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু গত ১৮ বছর ধরে কোথাও তাঁর নাম ছিল না।
ব্যবসায়ীরা জানিয়েছেন, চট্টগ্রাম চেম্বারের আবেদনের প্রেক্ষিতে ১৯৯৪ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগ্রাবাদে গণপূর্ত বিভাগের মাঠটি এক টাকা প্রতীকি মূল্যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জন্য বরাদ্দ দেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রচেষ্টায় চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নির্মাণকাজ শুরু হয়। ২০০৬ সালের ২৯ আগস্ট ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন তিনি। ওই সময় যেই নামফলক স্থাপন করা হয়েছিল পরবর্তীতে তা সরিয়ে ফেলা হয়।
পরবর্তীতে ২০১৬ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৯১ মিটার উচ্চতার ২১ তলা ভবন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাধারণ ব্যবসায়ীদের পক্ষে চট্টগ্রাম তাজা শাকসবজি ও ফলমূল রপ্তানিকারক সমিতির প্রেসিডেন্ট মাহবুব রানা দৈনিক আজাদীকে বলেন, ২০০৬ সালের ২৯ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিশ্ব বাণিজ্য কেন্দ্রের ভিত্তির প্রস্তর স্থাপন করেছিলেন। এর আগে তিনি ১০১ টাকার বিনিময়ে ভূমি দান করেছিলেন। গত ১৫ বছর যাবত অবৈধ ভোটারবিহীন কমিটি বেগম খালেদা জিয়ার নামটি পর্যন্ত লাগায়নি। আজ আমরা খালেদা জিয়ার নামফলক লাগিয়েছি।
এই সময় খাতুনগঞ্জের ব্যবসায়ী এম এ আবদুর রাজ্জাক, সেন্ট্রাল প্লাজার ব্যবসায়ী রায়হান উল আলম, লালখান বাজারের ব্যবসায়ী জাকির হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।