বিশ্বঅলি শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (কঃ) উরশ ছিল গতকাল শুক্রবার। সেদিন দুপুর ১টার দিকে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর বড় মেয়ে শাহাজাদী জেবুন্নাহার বেগম (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না–লিল্লাহে… রাজিউন)।
একইদিন বা’দ মাগরিব চট্টগ্রাম মহানগরের লালখান বাজার বাঘঘোনাস্থ সিদ্দিকিয়া জামে মসজিদে ১ম জানাযা এবং রাত ১০টায় মাইজভান্ডার শাহী ময়দানে ২য় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। মাইজভান্ডারে জানাযা নামাজে ইমামতি করেন মাইজভান্ডার দরবার শরীফের শাহী জামে মসজিদের সাবেক খতিব মাওলানা নুরুল ইসলাম ফোরকানী। জানাযা শেষে মাইজভান্ডার দরবার শরীফের বাগে হোসাইনীতে মরহুমাকে দাফন করা হয়। মরহুমা হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মওলা মাইজভাণ্ডারীর বড় বোন এবং মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী সহধর্মিনী। মৃত্যুকালে মরহুমা স্বামী, ১ পুত্র ও ২ কন্যা রেখে যান। জানাজায় সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী, সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারী, সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী, সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভান্ডারী, সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভান্ডারী, সৈয়দ হোসাইন রাইফ রুবাব মাইজভান্ডারী, সৈয়দ মফিজ উদ্দিন মাইজভান্ডারি সহ মাইজভান্ডার দরবার শরীফের হক মঞ্জিল, আহমদিয়া মঞ্জিল, রহমান মঞ্জিলের আওলাদগণসহ হাজার হাজার মানুষ জানাযায় অংশগ্রহণ করেন। এদিকে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর বড় মেয়ে শাহাজাদী জেবুন্নাহার বেগমের চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ) গভীর শোক জানিয়েছেন।