লেবাননের রাজধানী মধ্য বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় ২২ জন নিহত এবং কমপক্ষে ১১৭ জন আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়। বৈরুতের রাস এল–নাবা এবং আল–নুওয়েরিতে বৃহস্পতিবার এ বিমান হামলা হয়। এ সময় দুটি আবাসিক এলাকায় আগুন জ্বলতে এবং ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়। খবর বাংলানিউজের।
বিবিসির সাংবাদিকরা জানান, রাজধানীর একটি ছোট শিয়া এলাকা বাচৌরাতে হামলার স্থান থেকে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপ খুঁড়তে দেখা গেছে। এছাড়া অ্যাম্বুলেন্সগুলোকে অনেক আহতকে আমেরিকান ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। দেশটির একটি সংবাদমাধ্যমের দাবি, এ হামলার মূল লক্ষ্য ছিল ওয়াফিক সাফা। যিনি নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর শ্যালক এবং গ্রুপের একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা। তবে এ ব্যাপারে হিজবুল্লাহর মিডিয়া অফিস কোনো মন্তব্য করেনি। বাচৌরার দুটি ঘনবসতিপূর্ণ এলাকার এনওয়েরি এবং বাস্তার আবাসিক ভবন হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তৃতীয়বারের মতো ইসরায়েল দক্ষিণ শহরতলির দাহিয়েহ শহরের বাইরে বিমান হামলা শুরু করেছে। এর আগে হামলা করে হিজবুল্লাহ কমান্ডারদের হত্যা করেছে এবং অস্ত্রের ভাণ্ডার ধ্বংস করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের বাইরে থাকা এক নারী জানান, বিস্ফোরণের সময় তিনি পাশের ভবনে ছিলেন। তিনি বলেন, যে ভবনে হামলা হয়েছে তা সম্পূর্ণ আবাসিক এবং প্রায় চার বা পাঁচতলা উঁচু। এ হামলায় তার এক আত্মীয় মাথায় আঘাত নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। জাতিসংঘের মতে, একটি ওয়াচ টাওয়ারে ইসরায়েলি ট্যাঙ্কের গুলি চালানোর সময় দক্ষিণ লেবাননে দুই ইন্দোনেশিয়ান শান্তিরক্ষী আহত হওয়ার কয়েক ঘণ্টা পর বৈরুতে হামলার ঘটনা ঘটে।