গাউসিয়া কমিটি বাংলাদেশের মানবিক টিমের মানববন্ধন

মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি

| শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ at ৭:৪০ পূর্বাহ্ণ

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশের মানবিক টিম।গতকাল শুক্রবার বিকাল ৩ টায় গাউসিয়া কমিটি বাংলাদেশের মানবিক টিমের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মুহাম্মাদ শাহাদাত ফারুক সৌরভের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মাদ অছিউর রহমান আলকাদেরী। এ সময় সৈয়দ মুহাম্মাদ অছিউর রহমান আলকাদেরী বলেন, ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে একজন হিন্দু পুরোহিত কটূক্তি করেছেন। আবার ক্ষমতাসীন বিজেপির এক নেতা সেই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। এই ধরনের মন্তব্য মুসলিম সমপ্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। মুসলমানরা তাদের ধর্মীয় নেতাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। এধরনের আপত্তিকর মন্তব্য কোনভাবেই মেনে নেওয়ার মতো নয়। তাই আমরা ভারত সরকারের কাছে এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। মহানবীকে অবমাননাকারীদের সঠিক বিচারের দাবি জানাচ্ছি। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ মানবিক কর্মীমুহাম্মাদ মহিউদ্দিন, গাউসিয়া মুহাম্মদ তানভির, মুহাম্মাদ সাইফুল করীম বাপ্পা, মুহাম্মদ মহসিন, নুর ফয়সাল রেজা, আরিফ হোসেন লিমন, শরফর উদ্দিন জীবন, মুহাম্মদ পারভেজ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব অফ চিটাগাং হেরিটেজের সভা
পরবর্তী নিবন্ধজাতি গঠনে শিশুসাহিত্যের প্রয়োজনীয়তা অপরিসীম