ফকির মোহাম্মদ সওদাগর রাস্তাটির করুন অবস্থা প্রসঙ্গে

| শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ at ৭:২১ পূর্বাহ্ণ

উলেখিত রাস্তাটি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা হতে নিউমুরিং তক্তারপুল এলাকা পর্যন্ত বিস্তৃত যার দৈর্ঘ্য ৭ থেকে ৮ শত ফুট। যেহেতু রাস্তাটি সি..পি.জেড এলাকায় অবস্থিত সেহেতু এর গুরুত্ব অনান্য রাস্তা থেকে অনেক বেশি। গার্মেন্টস শ্রমিকেরা হাড়ভাঙা পরিশ্রম করে এখানেই তাদের বাসাবাড়িতে এই রাস্তা দিয়েই চলাফেরা করে।

রাস্তাটি পার্শ্বে সরুচিকন একটা খাল থাকায় সেখানেই সকলে অনবরত ময়লাআবজনা ফেলে পরিবেশ দূষিত করছে। এই অবস্থায় দুর্গন্ধযুক্ত পরিবেশে হেঁটেহেঁটে কষ্ট করে চলাফেরা করতে হয় বলেই গার্মেন্টস শ্রমিক ও স্থানীয়রা নানারকম দুরারোগে আক্রান্ত হয়ে দুঃসহ জীবন যাপন করছে। রাস্তাটি অতিশীঘ্রই মেরামত করতে যথাযথ কর্তৃপক্ষ ও অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

মো: সালাহ উদ্দিন

নিউ মুরিং, তক্তারপুল সি..পি. জেড, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধউমাপ্রসাদ মুখোপাধ্যায়: সাহিত্যিক ও পরিব্রাজক
পরবর্তী নিবন্ধআত্মজয়ী হওয়াই আনন্দের