উলেখিত রাস্তাটি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা হতে নিউমুরিং তক্তারপুল এলাকা পর্যন্ত বিস্তৃত যার দৈর্ঘ্য ৭ থেকে ৮ শত ফুট। যেহেতু রাস্তাটি সি.ই.পি.জেড এলাকায় অবস্থিত সেহেতু এর গুরুত্ব অনান্য রাস্তা থেকে অনেক বেশি। গার্মেন্টস শ্রমিকেরা হাড়ভাঙা পরিশ্রম করে এখানেই তাদের বাসা–বাড়িতে এই রাস্তা দিয়েই চলাফেরা করে।
রাস্তাটি পার্শ্বে সরু–চিকন একটা খাল থাকায় সেখানেই সকলে অনবরত ময়লা–আবজনা ফেলে পরিবেশ দূষিত করছে। এই অবস্থায় দুর্গন্ধযুক্ত পরিবেশে হেঁটে–হেঁটে কষ্ট করে চলাফেরা করতে হয় বলেই গার্মেন্টস শ্রমিক ও স্থানীয়রা নানারকম দুরারোগে আক্রান্ত হয়ে দুঃসহ জীবন যাপন করছে। রাস্তাটি অতিশীঘ্রই মেরামত করতে যথাযথ কর্তৃপক্ষ ও অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
মো: সালাহ উদ্দিন
নিউ মুরিং, তক্তারপুল সি.ই.পি. জেড, চট্টগ্রাম।