পূজা কমিটির নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার দুই

আজাদী প্রতিবেদন | শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ at ৬:৪৩ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন জেএম সেন হলের পূজা মণ্ডপে ইসলামী গান পরিবেশন করার ঘটনায় চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় সদস্য ও পূজা উদযাপন কমিটির যুগ্মসাধারণ সম্পাদক সজল দত্তের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন কমিটির অর্থ সম্পাদক সম্পাদক সুকান্ত বিকাশ মহাজন বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় আসামিরা হলেন, চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্য শহীদুল করিম (৪২), মো. নুরুল ইসলাম (৩৪), আব্দুল্লাহ ইকবাল (৩০), রনি (২৮) ও গোলাম মোস্তফা (২৭) ও মো. মামুন (৩৬)। এদের মধ্যে শহীদুল করিম ও নুরুল ইসলামকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। শহীদুল নগরের তানজীমুল উম্মাহ মাদরাসা ও নুরুল করিম দারুল ইরফান একাডেমির শিক্ষক বলে জানা গেছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী জানান, জেএম সেন হলের পূজা মণ্ডপে গান পরিবেশন করার ঘটনায় গানের শিল্পী চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় সদস্য ও পূজা উদযাপন কমিটির যুগ্মসাধারণ সম্পাদক সজল দত্তের বিরুদ্ধে মামলা করেছেন সুকান্ত বিকাশ মহাজন। মামলায় অজ্ঞাত কোনো আসামি করা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধপূজা পরিষদ মহানগরের সভাপতি ও সম্পাদককে অব্যাহতি
পরবর্তী নিবন্ধষড়যন্ত্র ও রাজনৈতিক সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ