মোহাম্মাদিয়া কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল, তালীমুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
মাওলানা মহিউদ্দিন খান ফারুকীর সঞ্চালনায় ও এ. আর কামরুল ইসলামের সভাপতিত্বে মুনাজাত পরিচালনা করেন হযরত আমানত শাহ’র মোতোয়াল্লী (রহ🙂 শাহাজাদা বেলায়েত উল্লাহ খান। বক্তব্য রাখেন সৈয়দ নাঈম রহমান, সৈয়দ ইরশাদ উল্লাহ, সোলায়মান ঈছাপুরী, অধ্যাপক ডক্টর নূর হোছেইন, সৈয়দ মীর কাজী আবুল হোসাইন রুমী, সুফি শহীদুল্লাহ চিশতী, শাঈখ সুলতান মোহাম্মদ হাসান, প্রফেসর শফিউল গনি চৌধুরী, হাসান মুহাম্মদ কফিলউদ্দিন, রিফাত নজির, মুফতি সালেহ সুফিয়ান, ডক্টর খলিলুর রহমান, ডক্টর সেলিম জাহাঙ্গীর, এস এম জোবাইদুল হোসেন সাদ্দাম, মহিউদ্দিন ভূইয়া চিশতি, আনোয়ার হোসেন, তৌফিকুর রহমান, হাফেজ বয়ান উদ্দিন, হাফেজ মাহির, শায়ের সাহির মনিরুল ইসলাম, হাফেজ মুমিন, গোলাম মোস্তফা প্রমুখ। বক্তারা সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।