সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ৪০ নম্বর ওয়ার্ড কৃষক দলের উদ্যোগে ৯ অক্টোবর সন্ধ্যা ৭ টায় পতেঙ্গা থানাধীন কাটগড় মুসলিমাবাদে দলীয় কার্যালয়ে জেলে পাড়ায় বসবাসরত গরীব অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
৪০ নম্বর ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক কাইয়ুম উদ্দিনের নেতৃত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুসলিমাবাদ সমাজ সেবা পরিষদের উপদেষ্টা প্রবাসী সুজন মজুমদার। এতে আরও উপস্থিত ছিলেন, ৪০ নম্বর ওয়ার্ড কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. শাহানুর টিটু, মো. ইয়াছিন এবং পতেঙ্গা জেলেপাড়াস্থ উত্তর পাড়া দুর্গোৎসব কমিটির সভাপতি পান্না জলদাস। বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী সুজন মজুমদার বলেন, মানুষ মানুষের জন্য, অসহায়দের পাশে দাঁড়ানো একটা মহৎ কাজ। সুন্দর সমাজ ও আলোকিত দেশ গড়তে হলে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে মানবতার কল্যাণে কাজ করে যেতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।