বাংলা টাইগার্সের আইকন সাকিব খেলবেন রশিদ খানও

আবুধাবী টি-টেন লিগ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১১ অক্টোবর, ২০২৪ at ৭:৫২ পূর্বাহ্ণ

মাত্র কদিন হলো জিম্বাবুয়েতে অনুষ্ঠিত আফ্রোজিম টিটেন ক্রিকেট লিগের শিরোপা জিতে আফ্রিকা জয় করে এসেছে বাংলা টাইগার্স। বিশ্বব্যাপি ফ্রাঞ্জাইজি ক্রিকেটে সাড়া জাগানো দল বাংলা টাইগার্স টুর্নামেন্টের তৃতীয় আসর থেকেই খেলে আসছে আবুধাবী টিটেন লিগে। বরাবরই শক্তিশালী দল নিয়ে মাঠে নামে চট্টগ্রামের ব্যাবসায়ী ইয়াসিন চৌধুরীর মালিকানাধীন বাংলা টাইগার্স। এবারেও তার ব্যতিক্রম হচ্ছেনা। এবারে নিজেদের শক্তি আরো বাড়াচ্ছে বাংলা টাইগার্স। গত আসরের মত এবারের আসরেও বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন সাকিব আল হাসান। এর আগে ষষ্ঠ আসরেও আইকনতো বটেই দলটির অধিনায়কও ছিলেন বিশ্ব সেরা এই অল রাউন্ডার। এছাড়া প্লাটিনাম সাইনিং হিসেবে আফগান স্পিনার রশিদ খানকে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স। গত আসরে চ্যাম্পিয়ন নিউইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে চুক্তিবদ্ধ হলেও খেলেননি এই আফগান লেগ স্পিনার। সম্প্রতি বিয়ের পিড়িতে বসা রশিদ খান আবুধাবী টিটেন লিগ দিয়েই হয়তো আবার ক্রিকেটে প্রবেশ করবেন। তবে রশিদ খান নিশ্চয়ই বাংলা টাইগার্সের শক্তি বাড়াতে সবচাইতে বগ ভুমিকা রাখবে।

এছাড়া বাংলা টাইগার্সের হয়ে এবারের আসরে মাঠ মাতাবেন শ্রীলংকার দানুস সানাকা এবং আয়ারল্যান্ডের জস লিটল। এছাড়া পাকিস্তানী ইফতেখার আহমেদ, আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাই এবং ইংলিশ তারকা লিয়াম লিভিংস্টোনও মাঠ মাতাবেন বাংলা টাইগার্সের হয়ে। এছাড়া দলটির এবারের অন্যতম চমক হচ্ছে ভারতের উইকেট রক্ষকব্যাটার দিনেশ কার্তিক। সব মিলিয়ে বেশ শক্তিশালী দল নিয়ে এবারের আসরে মাঠে নামবে বাংলা টাইগার্স। দলটির ওনার ইয়াসিন চৌধুরী জানান আগামী ১৬ অক্টোবর হবে প্লেয়ার্স অকশন। আর সে অকশন থেকে আরো প্রয়োজনীয় যেসব ক্রিকেটার দরকার সেটা সংগ্রহ করে নেবে তার দল। তবে এবারে শিরোপা জয় ছাড়া আর কিছু ভাবতে চাননা তিনি। এরই মধ্যে বাংলা টাইগার্স বিশ্বব্যাপি ফ্রাঞ্জাইজি ক্রিকেটে একটি অবস্থান তৈরি করে নিয়েছে। আর এর মাধ্যমে বাংলাদেশতো বটেই চট্টগ্রামেরও নামও উজ্জ্বল করছে দলটি। আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে আবুধাবি টিটেনের অষ্টম আসর। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। পাঁচবার এই টুর্নামেন্টে খেলে কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলা টাইগার্স। তৃতীয় আসরে প্রথমবার খেলতে নেমে টেবিলের তিনে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল বাংলা টাইগার্স। সেটাই এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ সফলতা। তবে এবারে শিরোপা জেতার লক্ষ্যেই মাঠে নামবে বলে জানিয়েছেন দলটির ওনার ইয়াসিন চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধহারের জন্য নিজেদেরকেই দুষছেন তাসকিন
পরবর্তী নিবন্ধড্রাফটে কে কোন ক্যাটাগরিতে