আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনকে সামনে রেখে চলছে মনোনয়নপত্র বিক্রি। গত বুধবার প্রথম দিনে সভাপতি পদে কোনো মনোনয়নপত্র বিক্রি না হলেও গতকাল দ্বিতীয় দিনে সভাপতি পদে মনোনয়নপত্র নিয়েছেন দুজন। তারা হলেন তাবিথ আউয়াল এবং মিজানুর রহমান চৌধুরী। এবারের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই বেশ আলোচনায় তাবিথ আউয়াল। তিনি সভাপতি পদে নির্বাচন করবেন সেটা অনুমিতই ছিল। কিন্তু গতকাল হঠাৎ করেই এসে হাজির হলেন মিজানুর রহমান চৌধুরী। এ এস এম মিজানুর রহমান চৌধুরী নামের এই মানুষটিকে অনেকেই ফুটবল পাগল মানুষ হিসেবে চিনেন। তারপরও মানুষটি অনেকের কাছেই অচেনা। দিনাজপুরের এই মিজানুরের ধ্যান–জ্ঞান ফুটবল নিয়ে। বর্তমান সময়ের দেশের অন্যতম সেরা ফুটবলার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জনির মত খেলোয়াড় তৈরির নেপথ্য কারিগর এই মিজান। ফুটবল পাগল এই মানুষটাকে এলাকায় ‘ফুটবল পাগল মিজান’ নামেই চেনে। দিনাজপুরের সম্ভ্রান্ত পরিবারের ৭০ বছর বয়সী এই সংগঠক ফুটবলের উন্নয়নের অভিপ্রায় নিয়েই ফুটবল ফেডারেশনে আসতে চান। গতকাল প্রতিনিধি মারফত সভাপতি পদে নমিনেশন সংগ্রহ করেছেন তিনি । বাফুফের নির্বাচনে কাউন্সিলর না হলেও নির্বাচন করা যায়। তবে দুইজন কাউন্সিলরের সমর্থন লাগে। এখনো তার সমর্থনে কারা থাকবেন সেটি নিশ্চিত নয়।
বাফুফে নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন কিনে চমক দেয়া নতুন কিছু নয়। ২০১৬ সালে টঙ্গী ক্রীড়া চক্রের নুরুল ইসলাম নুরু মনোনয়ন ফরম সংগ্রহ করে চমক দিয়েছিলেন । আট বছর পর মিজানুর রহমানের সভাপতি পদে মনোনয়ন অনেকটা সেই রকমই। এদিকে অনেক দিন থেকেই সভাপতি পদে নির্বাচন করার আলোচনায় থাকা তাবিথ আউয়ালও নিজে আসেননি বাফুফে ভবনে। তার পক্ষ থেকে ফরম কিনেছেন নোফেল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। দুদিনে সভাপতি পদের দুটি ফরম বিক্রি হলো। তবে এবারের নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর যিনি সবার আগে বাফুফে সভাপতি পদে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন সেই তরফদার রুহুল আমীন অবশ্য এখনো পর্যন্ত মনোনয়নপত্র কিনেননি। তবে যেহেতু আরো একদিন বাকি রয়েছে সেহেতু দেখার বিষয় সেদিন তিনি মনোনয়ন কিনেন কিনা। গতকাল দুপুর পর্যন্ত বেশ কয়েকটি সদস্যপদের মনোনয়নপত্র বিক্রি হয়েছে। আগামীকাল শনিবার মনোনয়নপত্র বিতরণের শেষ দিন। আজ শুক্রবার মনোনয়নপত্র বিক্রি বন্ধ থাকবে। শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত চলবে বিক্রি। এরপর আগামী ১৩ ও ১৪ অক্টোবর মনোনয়ন দাখিল করার সময় নির্ধারিত রয়েছে।