কর্ণফুলী উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উদযাপন এবং পূজা মণ্ডপে আগত ভক্তদের সাহায্যের জন্য উপজেলার ২৩টি ডিও বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাতের নেতৃত্বে গত সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ হল রুমে প্রতিটি পূজা মণ্ডপে ৫০০ কেজি করে জিআর চালের অনুদানের ডিও বিতরণ করা হয়। এসময় কর্ণফুলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাসলিমা আকতার, পূজা উদযাপন পরিষদ কর্ণফুলী উপজেলার সভাপতি রুপেন চৌধুরী, সাধারণ সম্পাদক রাজীব শীলসহ উপজেলার সকল পূজা মন্ডপের সভাপতি, সেক্রেটারি, ছাত্র প্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।