রাউজানের নোয়াপাড়ায় বিএনপির এক নেতার সমর্থনে টাঙানো ব্যানার সরিয়ে ফেলা নিয়ে স্থানীয় দুই জনের মধ্যে তর্কবিতর্ক ও পরে মারামারির ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছে। এই ঘটনার জের ধরে জ্বালিয়ে দেয়া হয়েছে যুবদল নেতা জানে আলমের একটি মোটরসাইকেল। পরিত্যক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি এলজি। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাটি ঘটে নোয়াপাড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান মরহুম খায়েজ আহমদের নতুন বাড়ির সামনে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, চেয়ারম্যান বাড়ির সামনের রাস্তায় বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের সমর্থনে ব্যানার টাঙানো ছিল। কে বা কারা ওই ব্যানার সরিয়ে নেয়। এ সংবাদ পেয়ে গোলাম আকবর খন্দকারের সমর্থক জেলা যুবদল নেতা জানে আলম মোটরসাইকেল নিয়ে সেখানে যায়। এসময় বাড়ির সামনে বসা ছিলেন চেয়ারম্যান পুত্র কামাল উদ্দিন। ব্যানার কে সরিয়ে ফেলেছে এমন প্রশ্ন করা হলে কামাল উদ্দিন সেই প্রশ্ন তাকে কেন করা হচ্ছে জানতে চাইলে দুজনের মধ্যে কথাকাটি শুরু হয়। তর্কবিতর্কের মাঝে তারা এক পর্যায়ে মারামারিতে জড়ায়। এই ঘটনায় আহত হয় জানে আলম, দুই চেয়ারম্যান পুত্র কামাল ও তার ভাই আজিম উদ্দিন। আহতদের তাদের স্বজনরা চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা যায়। ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি তৈরী এলজি পায়। ঘটনার সাথে জড়িত কারো পক্ষে বক্তব্য পাওয়া যায়নি। স্বজনদের সাথে যোগাযোগ করলেও তারা বক্তব্য দিতে রাজি হয়নি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।