কাপ্তাই উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত স্কুল ভিত্তিক মেয়েদের হাডুডু প্রতিযোগিতায় ওয়াগ্গা হাইস্কুল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। হাডুডু প্রতিযোগিতায় ওয়াগ্গা হাইস্কুলের মেয়েরা কাপ্তাই উচ্চ বিদ্যালয় এবং বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। গতকাল বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের হাতে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন ওয়াগ্গা হাইস্কুলের বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফিে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, বিএন স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান, পিডিবি স্কুলের সহকারি প্রধান শিক্ষক হাবিবুর রহমান, নুরুল হুদা কাদেরী স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যসুইপ্রু মারমা, লোটাস শিশু সদন আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংসিং মারমা, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, তৈয়্যবিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মোঃ জাফরুল আলম নিজামী, শহীদ শামসুদ্দীন বালিকা বিদ্যালয়ের শিক্ষক তপন কুমার, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি ঝুলন দত্ত, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কল্যাণ বিকাশ তনচংগ্যা, পাহাড়িকা স্কুলের ক্রীড়া শিক্ষক মোঃ নুর নবী এবং কাপ্তাই আল আমীন নূরিয়া মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আব্দুল কাদের।