অতীত নয় বর্তমানের দিকে তাকিয়ে সাফল্য চান বাংলাদেশ কোচ

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১০ অক্টোবর, ২০২৪ at ১১:৩৪ পূর্বাহ্ণ

সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখার অভিযান শুরু কদিন পরেই। ঘুরেফিরে তাই আসছে ২০২২ সালের অর্জনের গল্প। মুকুট এবার ধরে রাখতে পারবে তো মেয়েরা? জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার ইতিবাচক থেকে সেরাটা নিংড়ে নিয়ে বর্তমানে সাফল্যের পুনরাবৃত্তির ছক কষছেন। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী ১৭ অক্টোবর শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। দুই বছর আগের ফাইনালে নেপালকে ৩১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছিল বাংলাদেশ। সেবার বাংলাদেশ বাজিমাত করেছিল দেশি কোচ গোলাম রব্বানী ছোটনের হাত ধরে। ছোটন সরে দাঁড়ানোর পর তার জায়গায় আসেন বাটলার। ইংলিশ এই কোচের তত্ত্বাবধানে বসুন্ধরা কিংস অ্যারেনায় শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে দল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বাংলাদেশ। আগের সাফল্য ও এর পুনরাবৃত্তির সম্ভাবনার আলোচনায় খুব একটা যেতে চান না বাটলার, তিনি থাকতে চান বর্তমানে। ‘শিরোপাধারী হিসেবে, আমি এগুলো দেখছি না। কেননা, সেটা এখন ইতিহাস। আমি মনে করি, কেউ অতীতে বাস করে না। অতীতের অর্জন আমি সেই ঘরানার মানুষ, যে বর্তমান দেখি। ভবিষ্যতে, সামনের দিকে তাকাই। আমি মনে করি, সামনের দিকে তাকানো গুরুত্বপূর্ণ। অতীতে যা হয়েছে, সেটা ঘটে গেছে। ভিন্ন একটা দল, মানসিকতাও ভিন্ন, তবে লক্ষ্য একই। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি, নিজেদের দিকে তাকিয়ে বর্তমানে থাকা। অতীতে বাস করা নয়।’ বাটলার বলেন,‘এই দলের কিছু প্রীতি ম্যাচ খেলতে পারলে ভালো হতো, কিন্তু সেটা হয়নি। এটা নিয়ে অভিযোগ নেই। আপনারা জানেন পরিস্থিতি বাফুফের নির্বাচন। হয়তো যেভাবে আমরা প্রস্তুতি নিতে চেয়েছি, সেভাবে নিতে পারিনি। তো সেটা নিয়ে হাহুতাশের কিছু নেই। ইতিবাচক থেকে নিজেদের সম্ভাব্য সেরাটা নিংড়ে বের করে এগিয়ে যাওয়াই গুরুত্বপূর্ণ।’

পূর্ববর্তী নিবন্ধপ্রথম দিনে বাফুফে সভাপতি পদে কেউ মনোনয়নপত্র ক্রয় করেননি
পরবর্তী নিবন্ধস্কুল ভিত্তিক মেয়েদের হাডুডু প্রতিযোগিতায় কাপ্তাইয়ের ওয়াগ্‌গা হাইস্কুল চ্যাম্পিয়ন