৫১তম গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া (সাঁতার) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৬ অক্টোবর রোববার চট্টগ্রাম জেলার আকবরশাহ্ থানার কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মিসেস তাহেরা বেগম। প্রধান অতিথি ছিলেন কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মোহাম্মদ হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য ঊর্মি আক্তার, শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ মুকছুদুল করিম, মিসেস লুৎফুন্নেচ্ছা। এতে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ক্রীড়া শিক্ষকবৃন্দ যথাক্রমে মো. আবু জাফর, মো. জামাল উদ্দিন, রুজিনা আক্তার, মো. কামরুল হাসান, জহির উদ্দিন, মো. শাহ আলম মজুমদার, মুহাম্মদ সাগর, মো. জামাল উদ্দিন, মো. আল–আমিন, মো. হারুণ, মো. ফরহাদ, লাকি আক্তার, মুন্নি বড়ুয়া, বেলুশ্রী রায়, মো. আনিস, মো. কুতবী সাহেব, ক্রীড়া শিক্ষিক প্রমুখ। এতে পাহাড়তলী থানার ২০টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিভিন্ন ভেন্যু প্রাণ হরি আমিন একাডেমি কাবাডি বালক, দাবা– বড় ও মধ্যম বালক, পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজে বালিকা কাবাডি, দাবা– বড় ও মধ্যম বালিকা, মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাঁতার প্রতিযোগিতায় ব্যক্তিগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মো. শাহাদাত আহম্মেদ শামীম, কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়, হযরত মঈন উদ্দিন শাহ (রা.) দাখিল মাদ্রাসা ছাত্র মো. ইয়াছিন আরাফাত, প্রাণ হরি আমিন একাডেমি। এছাড়া গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়, ইস্পহানী আদর্শ হাই স্কুল ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার প্রাপ্ত হয়। পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ কাবাডিতে চ্যাম্পিয়ন, হালিশহর হাউজিং ষ্টেট উচ্চ বিদ্যালয় রানার আপ হয়। দাবা বালিকা (বড়) ইভেন্টে চ্যাম্পিয়ন মির্জা আহম্মেদ ইস্পাহানী উচ্চ বিদ্যালয়, রানার আপ রাবিয়া বাসরী উচ্চ বিদ্যালয়, বালিকা দাবা (মধ্যম) ইভেন্টে চ্যাম্পিয়ন হালিশহর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রানার আপ পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ। সাঁতারে পুরস্কার প্রদান করেন কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মুহাম্মদ হায়দার আলী। কাবাডি বালিকা ইভেন্টে পুরস্কার প্রদান করেন পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহ মো. ইমরান এবং প্রধান অতিথি অভিভাবক সদস্য হায়দার আলী। অনুষ্ঠান সঞ্চালন করেন শারীরিক শিক্ষার শিক্ষক সৈয়দ মামুনুল ইসলাম।