রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত ও আদর্শ অনুসারে জীবন গঠন করতে পারলে ইহকালীন এবং পরকালীন জীবনে সাফল্য অর্জন করা যায়। মানুষ যখন আল্লাহ তা’আলাকে ভুলে গিয়ে নবীজির সুন্নাত ও আদর্শের পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে তখন সমাজে জুলুম–অত্যাচার–পাপাচার বেড়ে যায়। মানুষ হেদায়াতের পথ থেকে গোমরাহিতে লিপ্ত হয়। খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর তরিক্বতের অনুশীলনের মাধ্যমে মানুষ পুনরায় হেদায়াতের পথে ফিরে আসে। যিনি মানুষকে নবীজির বাতেনি নূরের তাওয়াজ্জুহ ও ফয়েজে কোরআন তথা কোরআনের নূর প্রদানের মাধ্যমে মানুষের অভ্যন্তরীণ পরিশুদ্ধি করে আলোকিত মানুষ তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। যার ফলে মানুষের মৃত ক্বলবে আল্লাহর জিকির জারি হয়। আল্লাহর ভয় ও নবীজির মুহাব্বত সৃষ্টি হয়। রাসূলে পাক সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়া সাল্লামের মুহাব্বতকে সবকিছুর উর্দ্ধে স্থান দিতে না পারলে পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যায় না। এই তরিক্বতে নবীজির মুহাব্বত অন্তরে ধারণ করে প্রতিদিন ১১১১ বার দরূদ শরীফ আদায় করা হয়। নফসের কুমন্ত্রণা থেকে পবিত্র হয়ে তাকওয়া–পরহেজগারিতা অবলম্বন করার অন্যতম পথ হলো এই তরিক্বত। সমাজ থেকে অন্যায়– অত্যাচার– পাপাচার দূর করে নবীজির আদর্শে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাজ গঠনে এ তরিক্বতের ভূমিকা আজ সর্বজন সমাদৃত।
গতকাল বুধবার বাদে মাগরিব হতে রাউজান কাগতিয়া মজিদা পাড়ায় কাগতিয়া যুব নিশান ক্লাবের উদ্যোগে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর স্মরণে আয়োজিত ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবারের আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী এসব কথা বলেন। মাহফিলে আরো বক্তব্য দেন, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর ও মাওলানা মুহাম্মদ সায়েম। মিলাদ কিয়াম শেষে দেশের উন্নতি ও অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।