হযরত শাহ্ জাহান শাহ্ (র.)-এর মাজার শরীফ গোসল ,কবর গাহে পুষ্পমাল্য অর্পণ, খতমে কোরআন, খতমে গাউসিয়া, নাত, হামদ, মিলাদ, কিয়াম, জিয়ারতসহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে হাটহাজারী ধলই শাহী দরবারে হযরত শাহজাহান শাহ (র.)-এর খোশরোজ শরিফ উদযাপন করা হয়েছে। বাদ মাগরিব মাজার শরীফ সংলগ্ন হযরত শাহজাহান শাহ (র.) কমিউনিটি সেন্টারে মাজার পরিচালনা কমিটির সভাপতি ধলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এজাহার মিয়া চৌধুরীর সভাপতিত্বে এনামুল হক চৌধুরীর সেলিমের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা এস এ মোহাম্মদ আলী মাস্টারের সার্বিক ব্যবস্থাপনায় বাংলার সুফি সাধক ও হযরত শাহ জাহান শাহ (র.) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে লিখিত প্রবন্ধ পাঠ করেন চবি আরবি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাফর উল্লাহ।
প্রবন্ধের উপর আলোচনা করেন চবি বাংলা বিভাগের প্রফেসর ড. শেখ শাদী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মেজবাউল আলম, সাংবাদিক নুর মোহাম্মদ রানা। স্বাগত বক্তব্য দেন, মাওলানা নুরুল আলম চৌধুরী।
উপস্থিত ছিলেন আ ম ম সফিউল আলম, মাওলানা আবদুল হাই, মাওলানা তফাজ্জল আহাম্মদ চৌধুরী, মাওলানা ইলিয়াছ চৌধুরী, মো. নুরুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো. হারুন, এইচ এম জলিল উদ্দিন, মাওলানা সোহরাব হোসেন, নাছির উদ্দীন মেম্বার, শাহ আলম চৌধুরী প্রমুখ।
সেমিনার শেষে মাওলানা সিব্বির আহামদ ওসমানির মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘটে। এই উপলক্ষে মাজার শরীফ সংলগ্ন সমস্ত এলাকা আলোকসজ্জা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।