পাহাড়তলী বাজারে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ২২ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ অক্টোবর, ২০২৪ at ১১:০৫ পূর্বাহ্ণ

বাড়তি দামে ডিম বিক্রি, ক্রয়বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে নগরীর পাহাড়তলীর বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম।

গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক নাসরিন আক্তার, রানা দেবনাথ ও মো. আনিছুর রহমান।

অভিযানে নির্ধারিত দামের বেশিতে ডিম বিক্রি, কেনাবেচার রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করার দায়ে জান্নাত পোল্ট্রি নামের একটি ডিমের আড়তে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পণ্যের মোড়কবিধি লঙ্ঘন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার অভিযোগে মিনহাজ মেডিসিন ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় মডার্ন পোল্ট্রি এন্ড ফিড সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপিএসসির নতুন চেয়ারম্যান মোবাশ্বের মোনেম
পরবর্তী নিবন্ধআজ থেকে চার দিনের ছুটিতে ব্যাংক-পুঁজিবাজার