টেরীবাজার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাকালীন অডিটর সম্পাদক ও উপদেষ্টা কালামিয়া ম্যানশনস্থ কে আর নিটিং প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন রাজ্জাক আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৮ অক্টোবর রাত ১০ টায় এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার সাড়ে ১১ টায় টেরীবাজার কাটাপাহাড় লেইনে আতরজান জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ শামসুল হুদার ইমামতিতে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। আনোয়ার হোসেন রাজ্জাকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন – টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আবুল মনসুর, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম রয়েল, উপদেষ্টা ইদ্রিস, সিনিয়র সহ–সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, সহ–সভাপতি মুহাম্মদ আলমগীর, ফরিদুল ইসলাম, মুহাম্মদ গোলাম নবী প্রমুখ। নেতৃবৃন্দ মরহুমের রুহের আত্মার মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।