তোমার কথাগুলো সেদিন আমাকে ভীষণ
নাড়া দিয়েছিল, কেন জানতে চাইবে না?
হুম বলছি তাহলে! সেদিনের কথাগুলোতে
ছিল আবেগ জড়ানো উষ্ণতা,
ছিল বাস্তবতার এক স্বপ্নিল চাহিদা।
যেন মেঘের বৃষ্টি ঝড়ানো,
শুভ্র পানির ফোঁটা,
ভোরের হিমেল হাওয়া
ফুটন্ত ফুলের সুঘ্রাণ।
সূর্যোদয়ের লাল আভা,
অস্তগামী সূর্যের অন্ধকার বলয়।
যেন নিমিষে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম।
যেটা শুধুই স্বপ্ন নয়,বাস্তবতার তুখোড় বেলাভূমি।
আজও তুমি সেই কথাগুলো বলছ,
কিন্তু জানো, এখন সেই কথাগুলোতে
আগের মত, আবেগ নাই! কেন জানতে চাইবে না?
হুম বলছি তাহলে! সময় সবকিছু বদলে দেয়,
বদলে যায় জীবন ধারা। তুমি যতই চেষ্টা করো,
রসাত্মক বুলি নিরস বাণী মাত্র।
যেন মেঘের গর্জন আছে, বৃষ্টির দেখা নাই,
সূর্যটা মেঘের আড়ালে ডুবেই গেল,
টেরও পেলামনা। ঠিক যেন এমনি একটা আবহ।
তবুও আছি তোমাকে নিয়ে,
ভালোবাসায় আস্তাকুঁড়ে দিনাতিপাত।