শারদ আনন্দ

লিপি তালুকদার | বৃহস্পতিবার , ১০ অক্টোবর, ২০২৪ at ১০:৫৫ পূর্বাহ্ণ

শারদ সাজে মন যে নাচে

কাশফুল বন মায়ায় বাঁধে,

নদী বইছে শীতল হাওয়ায়

ঢাক উঠলো ঢুলির কাঁধে।

ছোটরা সবাই চললো বাড়ি

পুজোর ছুটি হলো তাই,

এ কটা দিন হুল্লোড় হবে

খুশির সে যে সীমা নাই।

আনন্দে মাতে পুজোর সকাল

সাথে থাকে নানান খাবার,

চারটি দিন বিষাদ ভুলে গিয়ে

মুখে হাসি অটুট থাকে সবার।

পূর্ববর্তী নিবন্ধবদলে যাওয়া দিন
পরবর্তী নিবন্ধমানসিক স্বাস্থ্য সুরক্ষায় আইন ও অধিকার