নির্বাসিত সংলাপ

শামীম ফাতেমা মুন্নী | বৃহস্পতিবার , ১০ অক্টোবর, ২০২৪ at ১০:৫৪ পূর্বাহ্ণ

অবলীলায় ব্যবচ্ছেদ করে ভালোবাসাকে

গোপন ময়নাতদন্তের আড়ালে

খুব সহজেই নির্বাসনে পাঠানো যায়

মন নামক অদৃশ্য অথচ জীবন্ত অধরাকে,

আবার দুঃখ প্রকাশ করি ভদ্রতা বজায় রেখে !

এরই নাম বোধ করি অভিজাত আভিজাত্য।

নির্বাসিত ব্যবধানে ধীরে ধীরে দখল সত্তা

অভিমান কেঁদে ফেরে স্বাগতিক ভূমিকায়,

কষ্টগুলো গিলে ফেলে হতবাক দৃষ্টি চেনে

নতুন করে আবারো চেনা অথচ অচেনা

শঙ্খ নীল কারাগারের জানালায়

ছুঁয়ে যাওয়া দুর্লভ হাওয়ার নাচন !

যেখানটায় আমি নামক কেউ নেই,

নেই তুমি নামক কোনো অস্তিত্ব,

যেখানটায় সমস্ত প্রতিশ্রুতি বিলীন শূন্যতায়

রয়ে যায় ভয়ার্ত হিয়ার নীরব অব্যক্ত আর্তনাদ।

আয়নার এপাশ থেকে এভাবেই স্বচ্ছতা

প্রতিফলিত হয় তার পূর্ণ অবয়ব নিয়ে,

শুভ্র নীল মেঘ ছুঁয়ে চঞ্চল দুচোখের তারায়….

যেখানটায় পড়েছে আমার ছায়া ভীষণ যতনে

শেষ বিকেলের সোনালি রোদচ্ছটায়

সে মোহনায় আমি যেন আমাকেই দেখে নিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধআকাঙ্ক্ষার স্বর্গলোক
পরবর্তী নিবন্ধশিকড়বিহীন গাছ