আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উত্তর কাট্টলী আকবর শাহ থানা পূজা পরিষদের সাথে বিএনপির মতবিনিময় সভা গত রোববার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে থানা পূজা পরিষদের সভাপতি দিপক দাশের সভাপতিত্বে অুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনজুর আলম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মইনুদ্দিন চৌধুরী মাইনু, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, আব্বাস রশিদ চৌধুরী, মো. ফরিদুল আলম। থানা পূজা পরিষদের সাধারণ সম্পাদক এন্টন দাশের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন উজ্জ্বল দে, থানা পূজা পরিষদের সহ সভাপতি টুনটু দাশ বিজয়, পংকজ বিশ্বাস, জয় দত্ত, মিথুন সরকার। উপস্থিত ছিলেন বীরেন্দ্র লাল দে, শ্রীস সাহা, প্রকৌশলী কৃষ্ণ ভজন আচার্য্য, জগদিশ দাশ, সবিতা বিশ্বাস, সমিরণ দত্ত, মো. সেলিম, কুতুবউদ্দিন চৌধুরী, জাহেদ আলী, মোহাম্মদ সিরাজ, অ্যডভোকেট কামরুল হাসনাত, শহীদুল ইসলাম সমু, রঞ্জন দাশ, মহিউদ্দিন চৌধুরী রিপন, ছোটন সেন, শুভদ্বীপ চক্রবর্তী, ফেরদৌস আলম, মো. রাশেদ। প্রধান অতিথি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে সকল ধর্মের লোক তাদের নিজ নিজ ধর্ম পালন করার সুযোগ রয়েছে। শারদীয় দুর্গোৎসবও উৎসব মুখর পরিবেশে উদযাপিত হবে। এইখানে অতীতে সকল সমপ্রদায় প্রত্যেকটি অনুষ্ঠান সাড়ম্বরে পালন করেছে। এবারও উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। তিনি এ উৎসবে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।