পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজে গত ৭ অক্টোবর শিক্ষা বিষয়ক সভা অধ্যক্ষ মোহাম্মদ জাকের হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী। বক্তব্য দেন– সৈয়দ আমিনুল ইসলাম, মাস্টার মোহাম্মদ লোকমান, উপাধ্যক্ষ বশির উদ্দিন আহমদ কনক, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক বাবুল কান্তি দেব, শিক্ষার্থী আফরিন সুলতানা। সঞ্চালনা করেন অধ্যাপক মো. লুৎফুর রহমান। আবৃত্তি ও সংগীতে অংশ নেন শেখ সিফাতুল ইসলাম, সুমাইয়া সুলতানা, নুসরাত জাহান, জেনি আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।