ক্যালিফোর্নিয়ার হোটেলটিতে ইন্টারনেট তো দূরের কথা, ফোনের নেটওয়ার্কও ঠিকমতো পাওয়া যায় না। অথচ সেখানে বসেই কিনা নোবেল জয়ের খবর পেলেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অন্যতম গডফাদার খ্যাত জেফরি এভারেস্ট হিনটন। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিংকে সক্ষম করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য এ বছর পদার্থবিদ্যায় হিনটনের পাশাপাশি নোবেল জিতেছেন জন জে. হপফিল্ড। খবর বাংলানিউজের।
তাদের উদ্ভাবন কম্পিউটারকে মানব মস্তিষ্কের ভাবতে সহায়তা করে। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের ওপর ভিত্তি করে মেশিন লার্নিং বর্তমানে বিজ্ঞান, প্রকৌশল ও দৈনন্দিন জীবনে বিপ্লব ঘটাচ্ছে। তবে সেজন্য যে নোবেলের মতো বড় পুরস্কার হাতে আসবে, তেমনটি আশা–ই করেননি হিনটন।
ক্যালিফোর্নিয়ার একটি হোটেলে বসে তিনি বলেন, আমি স্তম্ভিত, কখনো ভাবিনি জীবনে এমন কিছু হবে। আমি একদমই অবাক। এ যেন বিনা মেঘে বজ্রপাত। এখন আমি ক্যালিফোর্নিয়ার একটি সস্তা হোটেলে বসে আছি, যেখানে ইন্টারনেট সংযোগ নেই এবং ফোনে ভালো নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না।
আমার আজ এমআরআই স্ক্যান করানোর কথা ছিল, কিন্তু আমার মনে হয় তা বাতিল করতে হবে। এআই প্রযুক্তি ধীরে ধীরে সবক্ষেত্রেই নিজের ছাপ রাখছে। মেশিন লার্নিংয়ের সুবিধাকে কাজে লাগিয়ে অনেক জটিল সমস্যার সমাধান এনে দিচ্ছে এ প্রযুক্তি।