বিশ্ববিদ্যালয় হলে গণরুম সংস্কৃতি বন্ধ হোক

| বুধবার , ৯ অক্টোবর, ২০২৪ at ৬:১৮ পূর্বাহ্ণ

পাবলিক বিশ্ববিদ্যালয়ের কুৎসিত সংস্কৃতির মাঝে গণরুম সংস্কৃতি অন্যতম। এটি বিশ্ববিদ্যালয়ের হলগুলোর সুস্থ ও সুন্দর পরিবেশ কেড়ে নেয়, হলগুলোকে পরিণত করে ভয়াল বস্তিতে। বরং তার চেয়েও বহুগুণ খারাপ। বস্তির কোনো কুঠুরিতেও আটদশ জন মানুষ বাস করে না, অথচ এখানে ছোট্ট একটা রুমে বাস করে আটদশ জন শিক্ষার্থী, যা কেবল দুইতিন জন শিক্ষার্থীর জন্য উপযোগী। এভাবে ছোট্ট একটা রুমে আটদশ জন এলোপাতাড়ি বসবাসের ফলে পড়ার পরিবেশ সম্পূর্ণ বিনাশ হয় এবং শিক্ষার্থীদের আক্রান্ত করে নানাবিধ মরণঘাতী রোগ। গণরুমে নুন থেকে চুন নিয়ে শিক্ষার্থীদের নিজেদের মাঝেও কোরাম, দল, উপদল, মনোমালিন্য, ঝগড়াবিবাদ, মারামারি, হানাহানি, খুন, রাহাজানির অহরহ ঘটনা ঘটে। যা শিক্ষার্থীদের অনিন্দ্য সুন্দর জীবনকে জাহান্নামের অতল গহ্‌বরে ধাবিত করে। তাই বিশ্ববিদ্যালয়গুলোর নতুন প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ, শিগগিরই গণরুম সংস্কৃতি বন্ধ করা হোক।

মুহাম্মাদ রিয়াদ উদ্দিন

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধকাজী মোতাহার হোসেন : মুক্তচিন্তার প্রবাদপুরুষ
পরবর্তী নিবন্ধবিষয় : একাকীত্ব