চট্টগ্রাম নগরের বহদ্দারহাট কাঁচাবাজারের পাশে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে চালানো অভিযানে তদারকি করেন সংস্থাটির কর্মকর্তারা। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের উপ পরিচালক ফয়েজ উল্ল্যাহ।
এ সময় তিনি বলেন, বেশি দামে ডিম বিক্রয় এবং চালানের রসিদ না থাকায় একটি আড়তদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বেশি দামে খোলা সয়াবিন তেল বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে খাজা ট্রেডিংকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।