মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সমপ্রদায়ের ব্যর্থতার সমালোচনা করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। গাজা যুদ্ধের বর্ষপূর্তির দিন সোমবার মধ্যপ্রাচ্যের ক্যাথলিকদের কাছে এক খোলা চিঠিতে তিনি এ অঞ্চলের চলমান সংঘাতকে বিশ্বের দেশগুলোর লজ্জাজনক অক্ষমতা বলে অভিহিত করেছেন। পোপ লেখেন, এক বছর আগে ঘৃণা মাথা চাড়া দিয়ে ওঠে। খবর বিডিনিউজের।
কিন্তু ভয়াবহ সহিংসতা এখনও কেউ দমাতে পারেনি, বরং সহিংসতা আরও বেশি ছড়িয়ে পড়েছে। দেখে মনে হচ্ছে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, সবচেয়ে বেশি যেটা কাঙ্খিত– সেই সংলাপ এবং শান্তি নিয়ে কেউ তেমন চিন্তা করছে না। এখনও রক্ত ঝরছে, অশ্রু ঝরছে। প্রতিশোধের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গে ক্রোধও বাড়ছে। সহিংসতা কখনও শান্তি বয়ে আনে না। পোপ ফ্রান্সিস সমপ্রতি কয়েক সপ্তাহে হামাস–ইসরায়েলের সংঘাত নিয়ে আরও সরব হয়েছেন। ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনায় আরও সোচ্চার হয়েছেন তিনি। আন্তর্জাতিক সমপ্রদায় এবং সবচেয়ে শক্তিশালী দেশগুলো অস্ত্র পাঠানো বন্ধ করতে এবং যুদ্ধের অবসান ঘটাতে লজ্জাজনক অক্ষমতা দেখিয়েছে বলে তিনি উল্লেখ করেন।