সিএসইতে লেনদেন ৯.৬৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৮ অক্টোবর, ২০২৪ at ৬:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ৯.৬৪ কোটি টাকা। ২,৩৪২ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৩.৮৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০৪.৫২ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,১৬৭.২৫ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১২.৭৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৪৫.৭৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১১.৬৭ পয়েন্ট কমেছে, যা হলো ৯৭৯.৭৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ১৬৩.৯৮ পয়েন্ট কমেছে, যা হলো ২,৪১১.৪৪ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭০৩,৯৩৩.৫৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪৩,৯৬৭.৮৪ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০১ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০০ টির, দাম কমেছে ৮১ টির আর অপরিবর্তিত রয়েছে ২০ টির।

পূর্ববর্তী নিবন্ধচলচ্চিত্র অনুদান কমিটি পুনর্গঠন, যুক্ত হলেন মম, তিতাস জিয়া
পরবর্তী নিবন্ধকত টাকা পুরস্কার পান নোবেলজয়ীরা?