লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে গত ৩ অক্টোবর হাজী চাঁদমিয়া সওদাগর উচ্চ বিদ্যালয়ে আইসাইট টেস্টিং, ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে অক্টোবর সেবামাস কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫–বি৪ এর জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল। বিশেষ অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ (অপু), ২য় ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, জিএলটি কোঅর্ডিনেটর ও ক্লাব ডিরেক্টর লায়ন জাহানারা বেগম। অনুষ্ঠানে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ঘাসফুলের মেডিকেল অফিসার ডা. রিফাত নাজিফা হৃদি। প্রায় ৫৭৭জন শিক্ষার্থীর চক্ষু পরীক্ষা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন কর্নেল (অব.) মোহাম্মদ ইকবাল, ক্লাব ২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন আ ন ম বোরহান উদ্দিন চৌধুরী, সেক্রেটারি লায়ন শিপ্রা বড়ুয়া, জয়েন্ট ট্রেজারার লায়ন জেসমিন বাপ্পী, ঘাসফুল কমিউনিটি হেলথ বিভাগের ইনচার্জ সেলিনা আক্তার, লিও ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের প্রেসিডেন্ট লিও ইফতিয়াজ উদ্দিন ইফতি, ট্রেজারার দেলোয়ার হোসেন সিয়াম, লিও মেহেদী হাসান, স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।