রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়া

| মঙ্গলবার , ৮ অক্টোবর, ২০২৪ at ৬:১১ পূর্বাহ্ণ

রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম কলেজিয়েট স্কুল,পাহাড়তলী গার্লস স্কুল ও সিএমপি স্কুল এবং কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় এই মহড়া অনুষ্ঠিত হয়। শেষে ড্যানিশ রেড ক্রসের পক্ষ থেকে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা কীট, স্ট্রেচার, ফায়ার এক্সটিংগুইসার দেওয়া হয়। চট্টগ্রাম সিটি ইউনিটের ডিআরআর প্রজেক্ট অফিসার গাজী মোহাম্মদ ইফতেখার হোসেন ইমুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক, সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য এইচ এম সালাউদ্দিন, কাজী তৌফিকুল আজম, জাতীয় সদর দপ্তরের সিনিয়র ডিআরআর অফিসার মো. মনজুরুল ইসলাম, বিদ্যালয়গুলোর রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, নন্দনকানন ও বায়েজিদ ফায়ার স্টেশনের প্রতিনিধি, সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ ন ম তামজীদ, যুব উপ প্রধান সুজিত রুদ্র, সাংগঠনিক ও নিয়োগ বিভাগীয় প্রধান দীপ্ত ভট্টাচার্য্য, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় প্রধান মো রকিবুল ইসলাম, যুব স্বেচ্ছাসেবক, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধপূজায় কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা সুরক্ষায় ড্রোন ব্যবহার হবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম শিক্ষা বোর্ডের পদোন্নতিবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ