পূজায় কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা সুরক্ষায় ড্রোন ব্যবহার হবে

মতবিনিময় সভায় ৪১ বিজিবির অধিনায়ক

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ৮ অক্টোবর, ২০২৪ at ৬:১১ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ে ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া বলেছেন, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিজিবির পক্ষ থেকে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাপ্তাই উপজেলায় অবস্থিত প্রতিটি পূজা মন্ডপে প্রতিদিন বিজিবির টহল রয়েছে। এছাড়াও সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সুরক্ষায় ড্রোনের সাহায্যে প্রতিটি পূজা মন্ডপ সার্বক্ষনিক নজরদারিতে রাখা হয়েছে। ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া গতকাল সোমবার কাপ্তাই ব্যাটালিয়ন সদর দপ্তরে উপজেলা পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময়কালে নিরাপত্তা বিষয়ে উল্লেখিত মন্তব্য করেন। এসময় কাপ্তাই ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর মোহাম্মদ লতিফুল বারি এবং মেডিকেল অফিসার মেজর এস এম আশিকুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়াও কর্ণফুলী প্রকল্প হরি মন্দির, ত্রিপুরা সুন্দরী কালী মন্দির, ওয়াগগা সার্বজনিন লোকনাথ মন্দির, শিলছড়ি দুর্গা মন্দির এবং ব্রিকফিল্ড সার্বজনিন মাতৃমন্দিরের সভাপতি ও সাধারন সম্পাদক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া বলেন হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রীষ্টিয়ান আমরা সকল সমপ্রদায়ের মানুষ সবাই মিলেমিশে আনন্দ উৎসবে শারদীয় দুর্গাপূজা উদযাপন করব। আমরা পরিবার পরিজন নিয়ে উৎসব উপভোগ করতে চাই। কিন্তু কোন কুচক্রী মহল যদি এই সুন্দর উৎসব বানচাল করতে বা কোনভাবে অপ্রীকর পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাহলে আমরা কঠোর হস্তে তা দমন করব। পরে তিনি প্রতিটি পূজা মন্ডপ পরিচালনা কমিটির হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধএসঅ্যান্ডডি মজুমদার ফাউন্ডেশন ট্রাস্টের বস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধরেড ক্রিসেন্ট সিটি ইউনিটের ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়া