নগরীর বাকলিয়া থানাধীন কালা মিয়া বাজার এলাকার মো. সাকিব (১৮) হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত দুই দিনে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত ৫ আগস্ট পূর্ব শত্রুতার জের ধরে মো. সাকিবকে বাড়ির পাশে আমিনের দোকানের সামনে ডেকে এনে ২০ জনের একটি দল সাকিবকে ধারালো অস্ত্রশস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করা হয়। পরদিন ৬ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সাকিব মারা যান। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের সাকিবের মা বাদী হয়ে বাকলিয়া থানায় ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। র্যাব জানায়, ৬ অক্টোবর এই হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে নগরীর বায়োজিদ বোস্তামী থানার টেকনিকেল মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. বাদশা (৩৬), মো. তৈয়বকে (৪০) গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হালিশহর থানার আনন্দবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. নাঈমকে (২৭) গ্রেপ্তার করে। পরে কোতোয়ালীর লালদীঘির মোড় এলাকা থেকে মো. ইমুকে (২৮) গ্রেপ্তার করা হয়। আসামিরা জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।