বাকলিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণ,তিন দিন ধরে বিদ্যুৎ বিভ্রাট

গতকাল ২টা-৬টা অনেক এলাকায় বিদ্যুৎ ছিল না

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ অক্টোবর, ২০২৪ at ৫:৫১ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়ায় বিদ্যুৎ সাবস্টেশন সংলগ্ন ২৫০ কেভি পাওয়ার ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় গত তিনদিন ধরে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। গতকাল সোমবারও বাকলিয়ার বিভিন্ন এলকায় দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ ছিল না। এ ঘটনায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পক্ষ থেকে মাইকিং করা হয়।

পিডিবির বাকলিয়া সাবস্টেশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল হক বলেন, গত শনিবার আমাদের সাবস্টেশন সংলগ্ন ২৫০ কেভি পাওয়ার ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর থেকে বাকলিয়ার বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটে। সোমবার (গতকাল) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কিছু কিছু এলাকায় বিদ্যুৎ ছিল না। বিষয়টি এলাকাবাসীকে জানানোর জন্য আমরা মাইকিং করেছি। তবে ৬ টার পর থেকে কল্পলোক থেকে বিকল্পপথে বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাইক্রো আরএনএ আবিষ্কারে চিকিৎসার নোবেল
পরবর্তী নিবন্ধএস আলম ও পরিবারের ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা