শিল্পপতি এস এম আবু মহসীনের ইন্তেকাল,আজ জানাজা

| মঙ্গলবার , ৮ অক্টোবর, ২০২৪ at ৫:৪৬ পূর্বাহ্ণ

এনসিসি ব্যাংক পিএলসির সাবেক পরিচালক ও চেয়ারম্যান, দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি ও সমাজ সেবক এস এম আবু মহসীন গতকাল সোমবার বিকাল ৩ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও ৪ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার জোহরের নামাজের পর জামিয়াতুল ফালাহ্‌্‌ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের ১ম জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। একইদিন বোয়ালখালীর কধুরখীলে মরহুমের ২য় জানাযা শেষে বাদে এশা পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এস এম আবু মহসীন চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। মরহুম মহসীন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়াম্যান এবং সেন্ট্রাল হসপিটালের পরিচালক ছিলেন। তিনি অ্যালায়েন্স ডিপ সী ফিসিং, জে এম শিপিং লাইন্স, ফুড অ্যান্ড একোমোডেশনের চেয়ারম্যান এবং ব্রাদার্স অঙিজেনের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পগ্রুপ মোজাহের ঔষধালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এস এম মোজাহেরুল হকের পুত্র এবং মোজাহের গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথেও জড়িত ছিলেন। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স এসোসিয়েশনের উপদেষ্টা সৈয়দ মুহাম্মদ আবু মহসিনের ইন্তেকালে এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এছাড়াও শোক প্রকাশ করেছেনসাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন্দোলনে চবি ছাত্রের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধইঞ্জিনিয়ার মোশাররফ, রুহেলসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা