নগরীর খুলশীর একটি বাসা থেকে পটিয়ার সাবেক এমপি ও হুইপ সামশুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী নুর রশিদ চৌধুরী এজাজকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে খুলশীর একটি বাসা থেকে তাকে খুলশী থানা পুলিশ গ্রেপ্তার করার পর গত রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান খুলশী থানার ওসি তদন্ত নুরুল ইসলাম। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।
পুলিশ জানায়, পটিয়া থানা পুলিশের রিকুইজিশনে একটি মামলায় তাকে খুলশী থেকে গত শনিবার রাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এপিএস এজাজের বাড়ি পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। সে ওই এলাকার হরিনখাইন গ্রামের মৃত আবদুল মালেক চৌধুরীর ছেলে। জানা যায়, গত ১৮ জুলাই পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী, বিএনপি নেতাদের ওপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায় এবং বিএনপি অফিস ভাংচুর করে। এ ঘটনায় ২০ আগস্ট সাবেক হুইপ সামশুল হক চৌধুরীকে প্রধান আসামি করে ৭৫ জনের নাম উল্লেখপূর্বক আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে পটিয়া থানায় মামলা দায়ের করেন বিএনপি নেতা মোহাম্মদ আলী আহমদ। ওই মামলার ১৬ নম্বর এজাহারভুক্ত আসামি এজাজ।