শিক্ষক দিবসে বাকবিশিসের আলোচনা সভা

| সোমবার , ৭ অক্টোবর, ২০২৪ at ৬:১২ পূর্বাহ্ণ

যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ কলেজবিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) আয়োজনে চট্টগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। বাকবিশিস চট্টগ্রাম জেলা কমিটির আয়োজনে গত শনিবার সংগঠনের নিজস্ব কার্যালয়ে বিস্তারিত কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিলো প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা সভা। বাকবিশিস চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যক্ষ নুরুল আবছারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক রঞ্জন বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক রণজিত কুমার দে। ‘শিক্ষকের সামাজিক মর্যাদা : প্রেক্ষিত বাংলাদেশ’শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মো. মেহেদী হাসান। প্রবন্ধের উপর আলোচনা করেন অধ্যাপক উত্তম চৌধুরী, অধ্যক্ষ আবুল মনসুর মো. হাবিব, অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যাপক অশোক চক্রবর্তী, অধ্যক্ষ মো. রফিক উদ্দিন, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, অধ্যক্ষ সুধীর চক্রবর্তী, উপাধ্যক্ষ দেবপ্রিয় বড়ুয়া, উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক, উপাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন মুন্সী, অধ্যাপক অজিত দাশ, অধ্যাপক অসীম চক্রবর্তী, অধ্যাপক শিলাব্রত দাশ, অধ্যাপক শিলাব্রত দাশ, অধ্যাপক রুবি বিশ্বাস, অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ।

এ সময় বক্তারা উল্লেখ করেন জাতিকে শক্ত মেরুদণ্ডের উপর দাঁড় করাতে হলে শিক্ষা এবং শিক্ষকের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার বিকল্প নেই। শিক্ষার সার্বিক প্রসার এবং মানবিক গুণ বিকাশের গুরুদায়িত্ব শিক্ষকদের ওপর ন্যস্ত। সমাজ, সভ্যতা, অর্থনীতি এবং রাজনৈতিক অগ্রগতিতে শিক্ষা এবং শিক্ষকের ভূমিকাই মুখ্য।

পূর্ববর্তী নিবন্ধআকবরশাহ থানা এলাকায় সীরাতুন্নবী (সঃ) মাহফিল
পরবর্তী নিবন্ধপরাজিত শক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে, সজাগ থাকতে হবে