শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাটহাজারীতে কর্মরত সাংবাদিকদের সাথে গতকাল রোববার বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এস এম ফজলুল হক মতবিনিময় করেন। তিনি বলেন, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে নতুন জাগরণে স্বাধীন করেছে। তার মৌলিক ঘোষণা ছিল একটি সাম্য, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র পরিচালিত হবে। এ আলোকে স্বাধীনভাবে যার যার ধর্মীয় কর্মকাণ্ড নির্বিঘ্নে পালন করবে, বিএনপি গণতান্ত্রিক দল হিসেবে এটাই বিশ্বাস করে। তাই আসন্ন শারদীয়া দুর্গাপূজা ও উচ্ছ্বাস উদ্দীপনায় স্বাধীনভাবে পালন করা হবে। হাটহাজারীর বিএনপি নেতাকর্মীরা এ উৎসবে দৃঢ়তার সাথে সহযোগিতা করতে বদ্ধপরিকর।
এ সময় হাটহাজারীতে সাংবাদিক নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, উত্তর জেলা বিএনপি নেতা হারুন অর রশীদ চেয়ারম্যান, মো. নুরুন্নবী তালুকদার, জাকের হোসেন চেয়ারম্যান, মো. গিয়াস উদ্দিন, কাজী রাশেদুল আলম, রায়হান উদ্দিন প্রমুখ।