হাটহাজারী উপজেলার নাজিরহাট কলেজ এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ), বিএনপি মিডিয়া সেল সদস্য এবং বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক এডভাইজরি কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল রোববার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জহির উদ্দিন ছিদ্দিকী। এর আগে গত ২৯ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার কর্তৃক স্বাক্ষরিত এক পরিপত্রে ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে নাজিরহাট কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
নবনির্বাচিত নাজিরহাট কলেজ এডহক কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার মীর হেলাল সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের সন্তান। এছাড়াও কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে এস এম ফারুক হোসেন মনোনীত হয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।