উত্তর ফটিকছড়ির ভূজপুর থানাধীন দাঁতমারা সিকদার বাড়ি নিবাসী মরহুম আবদুল মালেক চৌধুরীর স্ত্রী, বিশিষ্ট সমাজসেবী, দানবীর ও বিদূষী মোছাম্মৎ জহুরা আক্তার চৌধুরানী (৯৩) গতকাল রোববার দুপুর ১২টায় নগরীর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না–লিল্লাহি… রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র, ৬ কন্যা, নাতি–নাতনীসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ সোমবার সকাল ১১ টায় নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।