কাপ্তাইয়ে স্কুলভিত্তিক হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ৭ অক্টোবর, ২০২৪ at ৫:৫৩ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ে অবস্থিত বিভিন্ন স্কুলের অংশ গ্রহণে স্কুল ভিত্তিক গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা গতকাল ৬ অক্টোবর শুরু হয়েছে। গতকাল রবিবার বরইছড়িস্থ কর্ণফুলী স্টেডিয়ামে হাডুডু, সাঁতার, দাবাসহ বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উপজেলা সদর পুকুরে। হাডুডু প্রতিযোগিতার উদ্বোধনী খেলা সাক্রাছড়ি স্কুল এবং ওয়াগ্‌গা উচ্চ বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান খেলা উদ্বোধন করেন। এসময় কাপ্তাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান, ওয়াগগা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ বিকাশ তংচংগ্যা, ক্রীড়া শিক্ষক আব্দুল কাদেরসহ বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষকসহ অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। একই মাঠে বালিকাদের হাডুডু খেলাও অনুষ্ঠিত হয়। হাডুডুুসহ বিভিন্ন খেলাধুলা উপভোগ করার জন্য বিভিন্ন স্কুলের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী এবং শিক্ষক মন্ডলী কর্ণফুলী স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধইংল্যান্ডের বিপক্ষে ছন্দে ফেরার লড়াই শুরু পাকিস্তানের
পরবর্তী নিবন্ধপাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় ভারতীয় নারীদের