বাংলাদেশ সিরিজে অনিশ্চিত বাভুমা

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৭ অক্টোবর, ২০২৪ at ৫:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজে অনিশ্চিত হয়ে পড়লো টেম্বা বাভুমার খেলা। কনুইয়ের ইনজুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকেও বাদ পড়েছেন তিনি। গত শুক্রবার দ্বিতীয় ম্যাচে ৩৫ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। পরে ফিল্ডিংয়েও দেখা যায়নি তাকে। দক্ষিণ আফ্রিকায় ফিরে একজন বিশেষজ্ঞের শরনাপন্ন হবেন তিনি। বাভুমার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক রাসি ফন ডার ডুসেন। টিটোয়েন্টি অধিনায়ক এইডেন মার্করাম এই সিরিজে বিশ্রামে আছেন। ২০২২ সালে ভারত সফরেও একই কনুইয়ে আঘাত পেয়েছিলেন বাভুমা। ওই বছর দক্ষিণ আফ্রিকার ইংল্যান্ড সফর থেকে ছিটকে যান তিনি। ২০২২ সালের টিটোয়েন্টি বিশ্বকাপে ফিরে নেতৃত্ব দেন। দল গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর এই সংস্করণের নেতৃত্ব হারান তিনি। ওয়ানডে ও টেস্টে অধিনায়কত্ব টিকে গেছে। তারপর থেকে প্রায় সময় ইনজুরিতে পড়েছেন বাভুমা। হ্যামস্ট্রিং নিগলে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পথে ছিলেন তিনি। গত বছর ভারতের বিপক্ষে বঙিং ডে টেস্টে পাওয়া বাঁ হ্যামস্ট্রিং ইনজুরিতে সিরিজ শেষ হয়ে যায়। গত ফেব্রুয়ারিতে টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফরেও যাননি তিনি। পরে এসএ ২০ তে চুক্তিবদ্ধ হন। এই সময়ে কেবল গত আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সফরে পুরোপুরি খেলেছেন বাভুমা। এই চক্রে দক্ষিণ আফ্রিকার হাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ আছে ছয়টি। এর মধ্যে দুটি বাংলাদেশের বিপক্ষে। পরে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ খেলবে তারা। এর মধ্যে অন্তত পাঁচটি ম্যাচ জিততে পারলে আগামী জুনের ফাইনালের টিকিট পেতে পারে দক্ষিন আফ্রিকা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম চেস্‌ একাডেমি আয়োজিত অনূর্ধ্ব-১৭ দাবা টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধইংল্যান্ডের বিপক্ষে ছন্দে ফেরার লড়াই শুরু পাকিস্তানের