নগরীতে ছাত্রদের সাথে তর্ক করতে গিয়ে ভুয়া ডিজিএফআই আটক

জে. জাহেদ, নিজস্ব প্রতিবেদক | সোমবার , ৭ অক্টোবর, ২০২৪ at ১২:৩৬ পূর্বাহ্ণ

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) পরিচয়ে তর্ক করতে গিয়ে মো. আলমগীর আলম (৩০) নামে এক যুবক ছাত্রদের হাতে আটক হয়েছেন। রোববার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে ছাত্রদের সাথে তর্ক করতে গিয়ে তিনি ধরা পড়েন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন।

ঘটনা সূত্রে জানা যায়, বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে ছাত্রদের সাথে তর্ক শুরু করে ডিজিএফআই পরিচয় দেন এক যুবক। তাতে সন্দেহ হয় ছাত্রদের। পরে চান্দগাঁও থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়। তার শরীর তল্লাশি করে একটি ভুয়া আইডি কার্ড পাওয়া যায়। তাতে লেখা পরিচালক এইচ আর কর্পোরেশন লিমিটেড। কিন্তু প্রকৃতপক্ষে তিনি এ ধরনের কোন কোম্পানিতেও চাকরি করেন বলেও তথ্য মিলেনি।

পুলিশ জানায়, মো. আলমগীর আলম চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার খিতাবচর এলাকার মৃত আবদুর রহমানের ছেলে। সে বিভিন্ন সময়ে ডিজিএফআই, পুলিশ, এনএসআই পরিচয় দিয়ে থাকে।

এ প্রসঙ্গে চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন, দেশের একটি বিশেষ গোয়েন্দা বাহিনীর নাম ভাঙানোর অপরাধে ভুয়া ডিজিএফআই পরিচয় দেওয়া যুবকের বিরুদ্ধে থানায় মামলা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসিএমপির তিন থানার ওসি তদন্তের রদবদল
পরবর্তী নিবন্ধসাবেক এমপি সামশুল হক চৌধুরীর এপিএস এজাজ গ্রেপ্তার