পেকুয়ায় মৎস্য ঘের থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার

পেকুয়া প্রতিনিধি | রবিবার , ৬ অক্টোবর, ২০২৪ at ৭:৩৮ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় নিখোঁজের ৭ ঘণ্টা পর মৎস্য ঘের থেকে আবু বক্কর ছিদ্দিক (৮) ও নাজেম উদ্দিন (৫) নামে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

রবিবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার পেকুয়া সদর ইউপির পশ্চিম সিরাদিয়া এলাকায় বাড়ির পাশের একটি মৎস্য ঘের থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

আবু বক্কর ছিদ্দিক ও নাজেম উদ্দিন ওই এলাকার ওয়াজ উদ্দিন এবং নজরুল ইসলামের ছেলে। তারা দুইজনই চাচাতো ভাই ও স্থানীয় নুরানী মাদ্রাসার শিক্ষার্থী।

ইউপি সদস্য মোঃ মানিক জানান, সকাল ১০টার দিকে আবু বক্কর ছিদ্দিক ও নাজেম উদ্দিন খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরিাবরের পক্ষ থেকে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে আত্মীয় স্বজনরা। পরে স্থানীয়রা বিকেল ৪টার দিকে মৎস্য ঘেরের ঝিঁক থেকে মাছ উঠানোর সময় ওই দুই শিশুর লাশ দেখতে পায়। পরে পারিবারিকভাবে দাফনের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান ওই ইউপি সদস্য।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা। তিনি বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে শুনেছি।

পূর্ববর্তী নিবন্ধজাহাজ ক্রয়ে দুর্নীতির প্রশ্নে মন্ত্রণালয় দুদকের সাহায্য নিবে : চট্টগ্রামে নৌ পরিবহন উপদেষ্টা
পরবর্তী নিবন্ধসাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার