চমেক থেকে রোগী ভাগিয়ে প্রাইভেট হাসপাতালে নিয়ে যেতেন তারা

| রবিবার , ৬ অক্টোবর, ২০২৪ at ৬:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে কার্তিক দত্ত (৪০) ও উত্তম দাশ (৪৮) নামে দুজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৬ অক্টোবর) হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাদের আটক করা হয়।

কার্তিক দত্ত পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকার মৃত সুনীল দত্তের ছেলে এবং উত্তম দাশ বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকার মৃত অনিল দাশের ছেলে।

পুলিশ জানিয়েছে, আটক দুজন বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া, বেসরকারি হাসপাতালে রোগীদের পরীক্ষা করতে বাধ্য করা এবং নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করাসহ নানা কার্যক্রমে জড়িত।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, রোববার দুই দালালকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধ৩১ অক্টোবর পর্যন্ত পার্বত্য ৩ জেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধজাহাজ ক্রয়ে দুর্নীতির প্রশ্নে মন্ত্রণালয় দুদকের সাহায্য নিবে : চট্টগ্রামে নৌ পরিবহন উপদেষ্টা