মানবতার সেবায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাওয়া–ই লায়নিজমের শিক্ষা বলে মন্তব্য করেছেন লায়ন্স জেলা ৩১৫বি৪, বাংলাদেশের জেলা গভর্নর কোহিনূর কামাল।গত শুক্রবার লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের সেবা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার সকালে ১৫ ড. এনামুল হক সড়কস্থ লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে জেলা গভর্নর টিমের পরিদর্শন উপলক্ষে স্বাস্থ্যসেবা ক্যাম্প, চক্ষু শিবির, বিনামূল্যে ওষুধ বিতরণ, খাদ্য বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে লায়ন্স ক্লাব অব চিটাগং। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন্স জেলা ৩১৫বি৪, বাংলাদেশের প্রথম ভাইস জেলা গভর্নর মোসলেহউদ্দিন আহমেদ অপু। তিনি লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক এবং ডায়াবেটিস চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকবৃন্দসহ লায়ন্স ক্লাব অব চিটাগং এর লায়ন ও লিও নেতৃবৃন্দকে সাধুবাদ জানান।
লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সভাপতি রেবেকা নাসরীনের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি মোহাম্মদ আইয়ুবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের প্রাক্তন সভাপতি ও লায়ন্স জেলা ৩১৫বি৪, বাংলাদেশের রিজিওন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লিও–লায়ন রাজিব সিনহা, প্রাক্তন কেবিনেট সেক্রেটারি ও রিজিওন চেয়ারপার্সন হেডকোয়ার্টার গোপালকৃষ্ণ লালা, কমপ্লেক্স চেয়ারম্যান ও রিজিওন চেয়ারপার্সন হেডকোয়ার্টার ডাঃ গোপাল ভট্টাচার্য, রিজিওন চেয়ারপার্সন হেডকোয়ার্টার ডাঃ মেসবাহউদ্দিন তুহিন, রিজিওন চেয়ারপার্সন (ক্লাবস) আবু নাসের রনি এবং জোন চেয়ারপার্সন (ক্লাবস) এম সোহেল খান।
খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করেন সিনিয়র গভর্নর এডভাইজার সিলভাস্টার বার্নাডেট ও নুরুল আলম, রিজিওন চেয়ারপার্সন হেডকোয়ার্টার মোহাম্মদ ইসমাইল চৌধুরী, রিজিওন চেয়ারপার্সন স্বপন কুমার পালিত, সাধন কুমার ধর, নিশাত ইমরান, জোন চেয়ারপার্সন মোহাম্মদ আবদুর রব শাহীন, সদ্যপ্রাক্তন প্রেসিডেন্ট বাবুল কান্তি লালা, মোহাম্মদ আকতার হোসেন, বাসুদেব সিনহা, ফারুক আহমেদ, জিয়াউল কবির সোহেল, শাহাদাত হোসেন সাইফ, নাজমুল হাসান সহ লায়ন ও লিও নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।