অব্যাহতিপ্রাপ্ত উপাচার্যের অপেশাদার আচরণের প্রতিবাদ

সাউদার্ন এলামনাই এসোসিয়েশনের সভা

| রবিবার , ৬ অক্টোবর, ২০২৪ at ৬:৩০ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সেন্ট্রাল এলামনাই এসোসিয়েশনের বিশেষ জরুরি সভা গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট এজেডএম ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যকরী সদস্যসহ সবাই সাউদার্ন ইউনিভার্সিটির সাম্প্রতিক ঘটনা এবং সাময়িক অব্যাহতিপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মোজাম্মেল হকের অপেশাদার আচরণের প্রতিবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন মো. শহীদুল ইসলাম, মো. ওসমান, মো. জয়নাল আবেদীন, প্রকৌশলী দিলদার হোসেন, আব্দুল কাদের সিদ্দিকী, আতাউর রহমান খান, এডভোকেট রাশেদুল আলম প্রমুখ।

তারা বলেন, অব্যাহতিপ্রাপ্ত উপাচার্য প্রকৌশলী মোজাম্মেল হকের সাম্প্রতিক কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের সুনাম এবং চলমান শিক্ষা কার্যক্রমের উপর ক্ষতিকর প্রভাব ফেলছে। বক্তারা বর্তমানে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি প্রশমনে প্রাক্তন শিক্ষার্থীদের ভূমিকার কথা তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান
পরবর্তী নিবন্ধলায়ন্স আই ইনস্টিটিউট হাসপাতালের চশমার দোকানের যাত্রা