চট্টগ্রাম হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নেরর্ কর্মী সভা গতকাল শনিবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হানিফ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল আলম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু। বক্তব্য রাখেন টিইউসি আঞ্চলিক কমিটির সহসভাপতি মো. রাশেদ, হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল মোতালেব প্রমুখ।
সভায় বক্তারা হোটেল এন্ড রেস্টুরেন্ট খাতে শ্রমিকদের জন্য ২০১৭ সালে ঘোষিত নিম্নতম মজুরি ৩৭১০ টাকা পরিবর্তন করে নতুন করে নিম্নতম মজুরি কাঠামো ঘোষণার দাবি জানিয়ে বলেন, বর্তমান বাজার দর বিবেচনায় শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ করা জরুরি। সভায় রেশনিং ব্যবস্থা প্রণয়ন করে ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের দাবি তুলে ধরা হয়। পাশাপাশি শ্রম আইন মেনে শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদান এবং সাপ্তাহিক ও উৎসব ছুটিসহ সকল ছুটি বাস্তবায়নে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।